দিকশূণ্যপুর
************
গন্তব্য ছিল, সে এক চড়ুই পাখির দেশ
আর, হাতে এক জীর্ণ টাইম টেবিল।
লোকটা ট্রেনের অপেক্ষায় বসেছিল সারারাত,
মোরাম বিছানো প্ল্যাটফর্মে কোন ট্রেন আর আসেনি।
যে প্রান্তর পেরিয়ে এসেছিল সে ফাঁকা স্টেশনে,
সে পথে ফেরারও উপায় নেই,
ভোরের আগেই তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল হিমেল বাতাস।
অনেক পরে ঘুম ভেঙেছিল এক চড়ুইয়ের ডাকে,
চোখ খুলে দেখে একঝাঁক চড়ুই এসেছে খবর নিতে।
এতদিন ছিল এই ডাকেরই দীর্ঘ প্রতীক্ষা,
বারান্দায় ডেকে চলে গেল কত পাখি,
শুধু তারাই আসেনি কোনদিন।
ঘুম থেকে উঠে বুঝল, এ স্টেশনে কোন ট্রেন আসবেনা আর।
মিলে গেছে সময়, টাইম টেবিলের সঙ্গে প্রায়
কিছু ভাঙাচোরা স্বপ্ন আর দুঃস্বপ্নের প্রহর পেরিয়ে
এসে গেছে চড়ুইয়ের দেশ।
দেবাঞ্জন বাগচী
Leave a Reply