দূরে কোথাও
*********
আজ সন্ধের ট্রাফিক সিগনালে গাড়ির লাইন
শহর ছাড়িয়ে যাওয়ার আগে, সিগনালের লাল রং
কিছুটা গোধূলির মলিন শহুরে আকাশে মাখিয়ে দিও।
বড়দিনের চোখ ঝলসানো সন্ধ্যায়,
সারিবদ্ধ-উদ্ধত আলোর মালার নীচের একটু আঁধার
সরিয়ে রেখো।
কানাগলিতে আমার মনখারাপ করা সন্ধ্যার কথা ভেবে।
মফস্বলের কুয়াশা আর কিছুটা শিশির মাখা,
লোকাল ট্রেনের ভিড়ে
একা দাঁড়ানো লোকটা, জনস্রোতে মিশে যাওয়ার আগে
ওর জুতোয় লেগে থাকা শস্যমঞ্জরী সযত্নে তুলে রাখ।
ওতে আমার শৈশবের পৌষের গন্ধ লেগে আছে।
©️ দেবাঞ্জন বাগচী।
Leave a Reply