লাঞ্চ টাইম
***********
তোমার চেয়ার ডানলোপিলোর
আমার আসন শক্ত,
তোমার পাতে ডিনার সেট আর
আমার থালা পোক্ত।
তোমার ছাদে নরম আলো
আমার ত্রিপলে খুঁটি,
চলুক ওপারে গার্লিক নান
এপারে দু’খান রুটি।
পর্দা দেওয়া গাড়ির কাঁচে,
পথে গাড়ির মেলা,
আমার পিঠে চলছে কেমন
আলো-ছায়ার খেলা!
তোমার বিশ্ব ফোনের বন্দী
আমার কুড়ানো কভার,
খান তিরিশেক রইল বাকি
লাঞ্চের টাইম এবার।
দেবাঞ্জন বাগচী।
আরও পড়ুন-
Summary

Article Name
আধুনিক বাংলা কবিতা 'লাঞ্চ টাইম'
Author
দেবাঞ্জন বাগচী
Leave a Reply